Categories
National

মেয়েকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরা হলো না মায়ের

মেয়েকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরা হলো না মায়ের

মেয়েকে চিকিৎসা করিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের। রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসচাপায় প্রাণ হারিয়েছেন ওই মা। নিহতের নাম পারভীন বেগম (৪০)। রবিবার (৭ মার্চ) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতার মেয়ে সুরাইয়া (১৮) জানান, মুন্সীগঞ্জের গাড়িতে ওঠার জন্য দু’জনে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস মল্লিক পরিবহনের চাপা পড়ে মা পারভীন গুরুতর আহত হন। আমি একটু পেছনে ছিলাম আমার কোনো কিছু হয়নি। পরে তাকে মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আব্দুল বাছের জানান, সুরাইয়া (মেয়ে) অসুস্থ। তার মা পারভীন তাকে নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে চিকিৎসা করিয়ে একটি বাসে করে গুলিস্তান নামেন। গুলিস্তান থেকে আরেকটি বাসে করে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন বলে গোলাপশাহ মাজারের পাশ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এন মল্লিক ও আরাম নামে দুই বাসের চাপায় পারভীন বেগম গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে সঙ্গে থাকা মেয়ে সুরাইয়ার কিছু হয়নি।

 

By 하이테크전문가

건강에 대한 유익한 정보들을 나누어 드립니다.