Categories
International

ভারতে স্বর্ণের দাম কমল প্রায় ১০ হাজার

ভারতে স্বর্ণের দাম কমল প্রায় ১০ হাজার

ভারতের বাজারে হু হু করে কমছে স্বর্ণের দাম। ২০২০ সালের আগস্টে দেশটিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম উঠেছিল ৫৬ হাজার রুপি পর্যন্ত। তবে মার্চে এসে এই দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার রুপিতে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণের দাম কমার পেছনে আন্তর্জাতিক বাজারের অবদান রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে স্বর্ণে বিনিয়োগ কমতে শুরু করেছে। এর পেছনে কারণ, বন্ডের ক্ষেত্রে সুদের হার বেড়েছে। ফলে স্বর্ণ ছেড়ে বন্ড কেনাতেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা।

আর এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। এছাড়া স্বর্ণের দাম কমার অন্য কারণও রয়েছে।

এমনিতে গত বছর করোনাভাইরাস মহামারির কবলে পড়ে শেয়ার বাজারে ধস নেমেছিল। সেই সময় স্বর্ণের দাম রাতারাতি বাড়তে শুরু করে। এতে বিপাকে পড়েন খুচরা বিক্রেতারা।

ওই সময় অনিশ্চয়তার কবল থেকে বাঁচতে স্বর্ণতে বিনিয়োগই নিরাপদ বলে মনে করছিল বিনিয়োগকারীরা। তারা স্বর্ণের দিকে ঝুঁকছিলেন, যার ফলে লাফিয়ে বেড়েছিল দাম। কিন্তু লকডাউনের মেয়াদ শেষে বাজার চাঙ্গা হতে শুরু করে, তখন আবার স্বর্ণের দিক থেকে নজর সরে যায়। অপেক্ষাকৃত ঝুঁকিবহুল কিন্তু বেশি রিটার্ন মিলবে এমন বাজারের দিকে ঝোঁক বেশি বিনিয়োগকারীদের। ফলে সবমিলিয়ে নিম্নমুখী স্বর্ণের বাজার।

এর আগে গত বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রামের হিসাবে স্বর্ণের দাম যেখানে ৪০ হাজারের আশপাশে ছিল, সেখানে মার্চ থেকে তা বাড়তে বাড়তে আগস্টে গিয়ে ৫৬ হাজার রুপিতে পৌঁছায়। এরপরই শুরু হয় দাম কমার প্রবণতা।

By 하이테크전문가

건강에 대한 유익한 정보들을 나누어 드립니다.