Categories
International

ভারতের সেরা শহর বেঙ্গালুরু

ভারতের সেরা শহর বেঙ্গালুরু

এ যেন শহরে শহরে লড়াই। কোন শহর সবথেকে বাসযোগ্য? এ নিয়েই যেন প্রতিযোগিতার আসর। ভারতে সহজ জীবনযাত্রার তালিকায় এবার বাসযোগ্যতার দিক দিয়ে সেরা শহর হয়েছে বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে রয়েছে পুনে। তৃতীয় স্থানে রয়েছে আমেদাবাদ।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানাচ্ছে, ১০ লাখের কম জনসংখ্যার শহরের তালিকাও প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়কমন্ত্রী হরদীপ সিং পুরী।

এই তালিকায় এক নম্বর জায়গা অর্জন করেছে সিমলা। দ্বিতীয় স্থানে রয়েছে ভুবনেশ্বর, তৃতীয় সিলভাসা। এরপরই এই তালিকায় রয়েছে অন্ধ্রের কাঁকিনাড়া, সালেম, ভেলোর, গান্ধীনগর, গুরুগ্রাম, দাভানগেরে, তিরুচিরাপল্লি।

এ ১০ লাখের জনসংখ্যার কম এই শহরগুলোতে সেরা পৌরসভার তালিকায় শীর্ষস্থানে রয়েছে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল। এই তালিকায় ঠাঁই পেয়েছে তিরুপতি, গান্ধীনগর, কারনাল, সালেম, তিরুপ্পুর, বিলাসপুর, উদয়পুর, ঝাঁসি, তিরুনেলভেলি।

এমএইচআর/এমএস

By 하이테크전문가

건강에 대한 유익한 정보들을 나누어 드립니다.